শেয়ার বাজার কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে একজন সফল ট্রেডার হতে পারি, এই গল্পটা পড়লে মনে হয় খানিকটা আন্দাজ করা যাবে।
একদিন সকালবেলা হাওড়া থেকে ট্রেডার্স এক্সপ্রেস ছাড়বে। আমি আর আমার এক বন্ধু এই দুজন রিটেল ট্রেডার স্টেশনে এসে দেখি দুজন অপারেটরও ঐ ট্রেনে করে দুর্গাপুর যাবে। দুই দলই সেখানে একটা সেমিনারে অংশগ্রহণ করে সন্ধ্যাবেলা আবার ট্রেন ধরে হাওড়া ফিরবো।
আমাদের কাছে এটা একটা বড় সুযোগ, অপারেটরদের দেখে ট্রেডিং করার কায়দা শিখে নিলে আর পায় কে। আমরা স্বাভাবতই দুটো টিকিট কাটলাম, অপারেটররা দুজনের জন্য কাটলো একটা টিকিট।
খটকা লাগছে, এই ট্রেনে তো চেকারদের সাংঘাতিক কড়াকড়ি - এরা ধরা পড়বেই ধরে নেওয়া যায়। বেশ আনন্দও হল, এতদিন এই অপারেটার ব্যাটারা আমাদের প্রচুর টাকা পকেটে পুরেছে - আজকে তার খানিকটা খসবে। ভাগ্যিস একই বগিতে কাছাকাছি বসেছি, এদের হেনস্থা আর অর্থদণ্ডের সাক্ষী থাকা যাবে।
যাইহোক, ট্রেন ছাড়ার ঘন্টাখানেক বাদে চেকার সাহেব হাজির, আমাদের টিকিট চেক করাবার মাঝে দেখলাম অপারেটার দুজন বাথরুমে ঢুকে গেল। খানিকক্ষণ বাদে চেকার বাথরুমের দরজা নক করাতে দরজা সামান্য খুলে একটা হাত বেরিয়ে এলো, তাতে একটা টিকিট। টিটি ঐ টিকিট পাঞ্চ কোনো চলে যেতেই আমি আর আমার বন্ধু ট্রেডিংয়ের কায়দা বুঝে গেলাম - এবার সেটা কাজে লাগানোর পালা।
পরের ট্রেডিং সেশনে, থুড়ি দুর্গাপুর থেকে ফেরার সময় আমরা একটা টিকিট কিনলাম - অপারেটর দুজন কোনো টিকিটই কাটলো না। এ আবার কি? কোন অ্যাডভান্স ট্রেডিংয়ের কায়দা? যাকগে, পরে দেখা যাবে - যেটা শিখেছি সেটা তো আগে কাজে লাগানো যাক।
ট্রেন ছাড়ার কিছুক্ষন বাদে টিটিকে আসতে দেখে আমরা দুজন তাড়াতাড়ি বাথরুমে ঢুকে দরজা আটকে দিলাম। একটু পরে দরজা নক করে টিটি টিকিট টিকিট বলতেই নতুন শেখা পদ্ধতিতে দরজা হালকা ফাঁক করে টিকিটটা ধরিয়ে দিলাম। কায়দাটা এত সহজ ভাবতে পারি নি। কিন্ত দরজার ওপারে কোনো সাড়াশব্দ নেই, টিকিটটাও পাঞ্চ করে ফেরত এলো না। ব্যাপারটা বুঝতে না পেরে দুজনে সিটে এসে বসতে না বসতেই টিটি এসে টিকিট চাইল। এদিকে দেখি অপারেটর দুজন সিটে নেই। বিনা টিকিটে ট্রেনে চড়ার জন্য ফাইন নিয়ে নতুন টিকিট দিয়ে টিটি চলে যাবার পর নজরে এল অপারেটর দুজন বাথরুম থেকে বেরোচ্ছে। আর ওদের হাতে যে টিকিটটা আছে সেটা নির্ঘাত আমাদের। বুঝলাম ওরাই টিটি সেজে আমাদের টিকিটটা হাতিয়ে নিয়েছে আর অন্যভাবে আগের কায়দাটা কাজে লাগালো।
সঙ্গে সঙ্গে এটাও বুঝলাম নিজেরা তৈরী না হলে শেয়ার বাজারে গতি নেই।
এখন বুঝি একজন সফল ট্রেডার হতে গেলে অন্তত দুই থেকে তিন বছর সিস্টেমেটিক্যালি ট্রেড করে নিজের উপযোগী একটা কার্যকরী স্ট্রাটেজি তৈরী করা দরকার এবং আরও দরকার পরিবর্তনশীল শেয়ার বাজারের পরিস্হিতির উপর সেই স্ট্রাটেজি প্রয়োজন অনুযায়ী মডিফাই করা।
No comments:
Post a Comment