Sunday, March 24, 2024

Lesson from Gita

 লেখাটা বেশ বড় হয়ে গেল, তবে ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়লে শেয়ার বাজারে কাজে দেবে বলে আমার বিশ্বাস।

ভগবত গীতার একটা শিক্ষা সেভাবে গীতা চর্চা না করলেও মোটামুটি আমরা সবাই জানি। সেটা হল - কাজ করে যাও, ফলের দিকে তাকিও না, মা ফলেষু কদাচন। শেয়ার বাজারে ট্রেডিং করতে গেলে এই কথাটা মনে রাখা দরকার। কোন ট্রেড লাভজনক হলে আমরা আনন্দ করি, আবার লোকসান হলে মন খারাপ করে বসে থাকি।

একটা ট্রেডে এন্ট্রি নিলেই টেনশন শুরু, দাম উল্টোদিকে গেলে ভয় - না জানি কত টাকা লোকসান হবে। স্টপ দেওয়া থাকলেও চাপ কমে না, যদি স্টপ কেটে আবার ঘুরে যায়। আবার অনেকসময় স্টপের কাছাকাছি দাম এলে স্টপ সরিয়ে দেওয়া - এই জাতীয় অভিজ্ঞতা আমাদের সকলেরই কম বেশি হয়েছে। স্টপ কেটে গেলে আবার নতুন করে ভাবতে হবে, এতে ঘাবড়ে গেলে চলবে না - এসব জেনেও সেই অনুযায়ী চলা যে কত কঠিন তা ভুক্তভোগী মাত্রই জানেন। কিন্তু সমস্যা হল এর কোন বিকল্প নেই। মানি ম্যানেজমেন্ট তথা ট্রেড ম্যানেজমেন্ট ঠিকমতো না করতে পারলে কোন এনালাইসিস করেই সুবিধা হবে না।

ট্রেডিং গুরু জর্জ সোরোসের একটা উক্তি এই প্রসঙ্গে মনে রাখতে হবে - It's not whether you are right or wrong that's important, but how much money you make when you are right and how much you lose when you're wrong.

আমাদের ট্রেডিং জীবন "জানতাম কিন্তু করতে পারলাম না" এই আফসোসে ভর্তি।

কিন্তু আমরা এনালাইসিস বা ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করতে যতটা সময় দিয়ে থাকি, তার ভগ্নাংশও মানি ম্যানেজমেন্ট তথা ট্রেড ম্যানেজমেন্ট নিয়ে ভাবি না।

ট্রেড ম্যানেজমেন্ট মানে শুধুমাত্র স্টপ লস দেওয়া নয়। এখানেও অনেক চিন্তাভাবনার প্রয়োজন আছে, সেজন্যই বড় হলেও এই লেখাটা শেষ পর্যন্ত পড়া দরকার।

যেকোনো ট্রেডের ফলাফল হয় লাভ নয় লোকসান। নো প্রফিট নো লস ব্যাপারটা আদতে লোকসান, সময় আর এনার্জি নষ্ট হল যে। একজন সফল ট্রেডার হতে গেলে আরও গভীরে ভাবতে হবে। ভাবা উচিত যেকোনো ট্রেডের পরিণতি চার রকম হতে পারে - ছোট লস, বড় লস, ছোট প্রফিট আর বড় প্রফিট। প্রথম ধাপ - বড় লস ব্যাপারটাকে একেবারে মুছে ফেলতে হবে। পরের ধাপ ছোট প্রফিট নিলে চলবে না। একজন সফল ট্রেডারের ঘর করতে হবে ছোট লস এবং বড় প্রফিট নিয়ে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে লস করার থেকে অল্প প্রফিট তো সবসময়ই কাম্য, তাহলে সেই রাস্তা কেন বন্ধ করবো?

ঠিক কথা - অস্বীকার করার কোন জায়গা নেই। এখানে সেই গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি দৃষ্টিভঙ্গির বিষয়টা চলে আসছে। মোটামুটি সবার জানা একটা কথা এখানে মনে রাখতে হবে - Professionals do not do different things, they do things differently.

একটা ট্রেড নিলে স্টপ দিতেই হবে। মনে মনে নয়, স্টপ লস অর্ডারটা টার্মিনালেই থাকবে। এবারে দাম যত আমাদের পক্ষে চলতে থাকবে, স্টপ লস অর্ডারটা পরিবর্তিত হতে থাকবে - অর্থাৎ ট্রেলিং স্টপ লস। পদ্ধতিটা সকলেরই জানা, তবু একটু বিশদে আলোচনা করতে চাইছি যাতে পেশাদার ট্রেডারদের মনস্তত্ব খানিকটা আন্দাজ করা যায়।

ট্রেড এন্ট্রি নিচ্ছি একটা স্টপ লস দিয়ে, স্টপ কেটে গেলে পরের ট্রেড। অন্যদিকে দাম যখন আমাদের পক্ষে চলছে, স্টপ ট্রেল করে চলছি। মোটামুটি দুই দফা স্টপ মডিফাই করার পরে এটা দাঁড়িয়ে গেল প্রটেক্ট প্রফিট।

রিস্ক রিওয়ার্ড রেশিও, আগের একটা পোস্টে লিখেছিলাম যে প্রথাগত পদ্ধতিতে ব্যবহার না করাই ভালো। আমরা সকলে নিজেদের অভিজ্ঞতাতে কম বেশি দেখেছি যে 1:3 রেশিও মেনে একটা জায়গাতে পজিশন স্কোয়ার অফ করে লাভ ঘরে তুললাম, অথচ সেটা ধরে রাখলে আরও বহুগুন লাভ হত। বাজার আমাকে দিতে চাইছে 12% বা আরও বেশী লাভ, আর আমি 3% নিয়ে বলছি - যথেষ্ট, আর চাই না।

মোদ্দা কথা দাঁড়ালো প্রতিটা ট্রেডে লোকসান কত হতে পারে, সেটা গোড়াতেই জানা আছে। লাভ কত হবে সেটা জানি না।

শেয়ার বাজারে আমার নিজের ট্রেডিং অভিজ্ঞতায় বুঝেছি যে এখানে কম লাভ করে টিকে থাকা যায় না। হয় বড় লাভ হবে অথবা লোকসান।

ভগবত গীতার শিক্ষা অনুযায়ী জীবনের মতন ট্রেডিংকেও একটা নির্লিপ্ত দৃষ্টিতে দেখতে হবে। ব্যাক্তির ধরণের সাথে তার ট্রেডিং স্ট্রাটেজি একসুরে মিলতে হবে। আপনি আদতে এগ্রিসিভ না ডিফেন্সিভ মানুষ সেটা চিন্তা করে সেই অনুযায়ী ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করুন। আর সঙ্গে সেই সুর মিলিয়ে থাকবে ট্রেড ম্যানেজমেন্ট স্ট্রাটেজি। তারপর শেয়ার বাজারে প্রয়োগ করে শুধু কাজ করলেই চলবে, ফলের আশা করার দরকার হবে না যেহেতু আপনার সিস্টেম আপনাকে দুর্দান্ত ফল দেবে।

এই শর্টকাট এবং চটজলদির যুগে যারা পুরোটা পড়লেন, বলা বাহুল্য তাদের ধৈর্য আছে। একজন ভালো, সফল ট্রেডার হওয়ার জন্য ধৈর্যশীলতা একটা অবশ্যকীয় পূর্বশর্ত। অভিনন্দন নেবেন।


#TradeWiselyLearnContinuously

No comments: